
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সংগঠনটির সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জিমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জাসদের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী ফ্যাসিস্ট নেতা খোদেমুল ইসলাম খুদিকে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকে এলাকায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান জানাতেই বিকেলে সংগঠনের নেতারা কার্যালয়ে গিয়ে তালা লাগিয়ে দেন। এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুলাহ জিসান, মেহেদী হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জিম বলেন, “এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী ফ্যাসিস্ট নেতা খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলার আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। এজন্য এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, দ্রুত এনসিপির জেলা কমিটি বাতিল না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।