রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুমার নামাজের পর লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। শহরের চক বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চক মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, বাংলাদেশেসহ সারাবিশ্বের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য ও এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। কখনোই তিনি তাঁর আদর্শ থেকে বিচলিত হননি। তাঁর এই সংকটময় মুহূর্তে দেশবাসী তাঁর জন্য দোয়া করছে। আমরা আশা করি সকলের দোয়ায় আল্লাহর রহমতে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
পরে মোনাজাতে বিশেষ দোয়ায় মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ মুসল্লিরা দোয়ায় অংশ নেন।