
লালমনিরহাট ও কুষ্টিয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল ও কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির দুটি দল পৃথক অভিযানে তাদের আটক করে।
আটকদের মধ্যে একজন বিশ্বজিৎ কুমার দাস, ভারতের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর বিওপি’র সদস্যরা কাউয়ারচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা বিশ্বজিৎকে আটক করে। তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা ও ভারতীয় ৮০০ রুপি উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে অনুপ্রবেশসহ যেকোনো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অন্যদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির হাতে আটক মো. বাবু, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। বিজিবি জানায়, চরচিলমারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে প্রায় ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে।”
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, “বিজিবি আটক ভারতীয় নাগরিক মো. বাবুকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”