
কুড়িগ্রামের ফুলবাড়িতে কর্তব্যরত অবস্থায় নিজের গুলিতে আত্মহত্যা করা বিজিবি সদস্য নসিম উদ্দিন মণ্ডলের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে পড়েছেন, পুরো এলাকা গভীর দুঃখে মুহ্যমান হয়ে পড়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নিহত নসিমের গ্রামের বাড়ি ঝিনাইদহ শহরতলীর খাজুরা এলাকায় গিয়ে দেখা যায়, উঠানজুড়ে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা বাবলু মণ্ডল। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন এবং কান্নার আর্তনাদে পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বিজিবিতে যোগদান করেছিলেন শৈশবে মাতৃহারা নসিম। ছোটবেলা থেকে তাঁকে দাদা সমাছুল মণ্ডল ও বাবা বাবলু মণ্ডল অনেক কষ্টে বড় করেছেন। লেখাপড়ায় মেধাবী নসিম অর্নাসের দ্বিতীয় বর্ষে পড়ার সময় বিজিবিতে চাকরি পান। ৩১ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে ছুটি শেষে কুড়িগ্রামের ফুলবাড়ি বিজিবি ক্যাম্পে যোগ দেন তিনি।
নিহতের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুইদিন আগে ছুটি কাটিয়ে চাকরিতে ফিরেছিল আমার ছেলে। সকালে ঘুম থেকে উঠে শুনি সে নিজের গুলিতে আত্মহত্যা করেছে। এটা বিশ্বাস করতে পারছি না। অনেক কষ্টে মা হারা ছেলেকে মানুষ করেছি। অকালে এভাবে চলে যাবে আমি ভাবতেও পারছি না।”
নসিমের বন্ধু আল-শাহরিয়ার ইমন বলেন, “ছুটিতে এসে পাঁচদিন বাড়িতে ছিল নসিম। প্রতিটা দিন ওর সঙ্গে সকাল-বিকেল আড্ডা দিতাম। যাওয়ার দিন সকালে আমি মোটরসাইকেলে কুড়িগ্রামের বাসে ওকে তুলে দিই। কখনো ভাবিনি সে এমন পদক্ষেপ নেবে।”
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আরেফিন কালের কণ্ঠকে জানান, নিহত নসিমের লাশ মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আগামীকাল শনিবার গ্রামের বাড়িতে দাফন করা হবে।