
খুলনার কোয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শুভ্রজ্যেতি মন্ডল মঙ্গলবার (১৪ জানুয়ারি) লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুভ্রজ্যেতি মন্ডল দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, “সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা এবং শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।”