
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ১৭ জন বাংলাদেশিকে রাতের আঁধারে বাংলাদেশে ঠেলে দিয়েছে, পরে বিজিবি তাদের আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ১৭ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বিজিবির বিভিষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্র জানায়, আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক এবং তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গত ৫–৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাসের সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। প্রায় তিন বছরের কারাভোগের পর তারা বিএসএফের হাতে হস্তান্তরিত হন।
এরপর বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মঙ্গলবার গভীর রাতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, “বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”