
আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এসব বক্তব্যের মাধ্যমে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ঘিরে সম্প্রতি হত্যার হুমকির ঘটনাও সামনে এসেছে।