শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি


News Defalt/Oath.jpg

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান।

সেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হক শপথ নেন।

এর আগে, সোমবার রাতে বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ শপথ গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। এর আগে গত ১০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি।

পরবর্তীতে, ঐদিন রাতেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরদিন ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×