গাজিপুরের আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪
গাজীপুরে পুলিশের করা আরো এক মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জন।
রোববার (২৪ নভেম্বর) গাজীপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩’-এর বিচারক মো. বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি গাজীপুর সদর উপজেলার তৎকালীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির মনিপুর খাসপাড়া এলাকায় পার্কিং করা একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে স্থানীয় মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪০-৪৫ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে (১০১ (১) ১৫ নম্বর একটি মামলা করেন।
একই বছরের আগস্টে ওই থানার এসআই এমদাদুল হক তদন্ত করে তারেক রহমান এবং সাবেক গাজীপুরের প্রয়াত মেয়র এমএ মান্নানের ছেলে মনজুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জগ্রহণ করে বিচার কাজ শুরু করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় রোববার (২৪ নভেম্বর) সকালে আসামিদের সবাইকে ওই মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।
শুনানিকালে বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, শফিকুল আলম মিলু ও নাসির উদ্দিন।