চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম কারাগারে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন সদস্য এ আদেশ দেন। আসামির বিরুদ্ধে আগামী ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল।
এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত এই আসামি ছাত্রদের বিষয়ে ইন্ধন জুগিয়েছে। চট্টগ্রামের এই আন্দোলন দমনে ফজলে করিমের নিজস্ব সংসদীয় এলাকা রাউজান থেকে অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী সরবরাহ করেছে।
১৬ জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তারের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন করেছিলো। যার প্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর এমএইচ তামিম আরো বলেন, সরকার ও জনগণের ইচ্ছা নয় ন্যায় বিচারের স্বার্থে যথা সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
শুনানিতে আসামি ফজলে করিম আদালতে বলেন, তিনি শহরের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তখন আদালত তাকে বলেন, তার পক্ষে আইনজীবী এসব অভিযোগ খণ্ডন করতে পারবেন।