আমার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে, মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে হয়: জেড আই খান পান্না


February 4 2025/uyfg yfuf.webp

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। চলমান সেই গুজবের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, আমি ভালো আছি, আমার মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে হয়। 

মঙ্গলবার বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিতে আসেন আইনজীবী জেড আই খান পান্না।  

এদিন ট্রাইব্যুনালে উপস্থিত সব আসামির পক্ষে ওকালতনামা জমা দেন আইনজীবী জেড আই খান পান্না। আদালতকে তিনি বলেন, আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে আমার ‘বিদেহী আত্মার’ মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

তিনি বলেন, আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো। আমার মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×