
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুম মামলায় বিচারপ্রক্রিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানির পর তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, এক আইনজীবী র্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করার আবেদন করলেও ট্রাইব্যুনাল তা অনুমোদন করেনি। এর পাশাপাশি তিনি মন্তব্য করেন, আসামিপক্ষ বিচার প্রক্রিয়াকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর’ চেষ্টা করছে।
তাজুল ইসলাম বলেন, “অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এ মামলা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা র্যাবে কর্মরত অবস্থায় সামরিক শৃঙ্খলার বাইরে থেকে গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, বিশেষ সুবিধার যে দাবি করা হয়েছে, তা আদালত খারিজ করেছে। আদালতের নির্দেশ, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্তরা বিচারের আগে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন, তবে অন্যান্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন—কোনও অতিরিক্ত সুবিধা নয়।