
জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার মাসখানেকের বিচ্ছেদের পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের পূর্ববর্তী বিবাহ বিচ্ছেদ হয়েছিল ২১ অক্টোবর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন সাবিকুন নাহার নিজেই।
এদিন তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেসবুকে লিখেন, “আলহামদুলিল্লাহ! দুনিয়া ক্ষণস্থায়ী, ধোঁকা ও প্রতারণায় ভরা। অনন্ত পরকাল ও চিরস্থায়ী জান্নাতের সাফল্যই মূল লক্ষ্য। সেই সাফল্যের জন্যই আজ এই কথাগুলো লিখছি। আমার সন্তানরা আমার কাছে ফিরে এসেছে, আর আমি আমার মোহাব্বত, আত্মা ও সংসার পুনরায় পেয়েছি। আজ আমি তোমাকে ফিরে পেয়ে অভিব্যক্তি হারিয়েছি। আল-ওয়াদুদ যেন তোমাকে রোজ হাশরে খুশি করে। ইনশাআল্লাহ, আমি জীবনের প্রতিটি পদক্ষেপে দ্বীনের পথে নিজেকে প্রমাণ করব।”
তিনি আরও যোগ করেন, “আল্লাহ চান, সব অনিচ্ছাকৃত বিষয় অচিরেই দুনিয়ার সামনে প্রকাশ পাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন—তিনি সেই রব যিনি মৃতকে জীবিত করেন, ধ্বংস থেকে নতুন সৃষ্টি করেন, অসম্মানের মাঝে সম্মান ফিরিয়ে দেন এবং পরাজয় থেকে জয় উদ্ভূত করেন।”