পেট্রোবাংলার সামনে থেকে সরে গেলেন চাকরিপ্রত্যাশীরা


News Defalt/ppppp stu.jpg

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করা চাকরিপ্রত্যাশীরা সরে গেছেন।

Your Image

সমস্যা সমাধানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের আশ্বাস পেয়ে রোববার (১৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

আন্দোলনকারীরা জানান, সমস্যা সমাধানে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আশ্বাস অনুযায়ী কাজ না হলে পরবর্তী আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর পূর্বে, রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টা দিকে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তুলে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এতে পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মী।
 
সে সময়  আন্দোলনকারীরা জানান, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বার বার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে।

তাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় ও ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবেন না।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×