রমজান উপলক্ষে কমছে ভোজ্যতেলে আমদানি শুল্ক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
রমজানে নিত্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
আবদুর রহমান খান বলেন, ‘রোজায় ভোগ্যপণ্যের মূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে।’
করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআরের চেয়ারম্যান।
আবদুর রহমান খান আরো জানান, স্বর্ণ চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব এয়ারক্রাফটে চোরাচালানের স্বর্ণ পাওয়া যাবে সে সব এয়ারক্রাফটের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায় সেজন্য সিভিল এভিয়েশনের সাথে আলোচনা করা হবে।