এনসিসি ব্যাংকের উদ্যোগে বগুড়ায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ


2024-Novemer 18/NCC.jpg

এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনের ‘নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগিরী দক্ষতা বিষয়ক’ প্রশিক্ষণ কোর্স সম্প্রতি বগুড়ার গ্রাম উন্নয়ন কর্মের (গাক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

Your Image

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান। গেস্ট অব অনার ছিলেন এনসিসি 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন। 

অনুষ্ঠানে পাঁচজন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়। 

বগুড়ার জেলার প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক একেএমম ফিজুল ইসলাম ও বগুড়ার উপপরিচালক মো. তোসাদ্দেক হোসেন, এনসিসি ব্যাংকের এসভিপি এবং হেড অব উইমেনস ব্যাংকিং ও ডেপুটি হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেল নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং এসভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে এনসিসি ব্যাংকের পক্ষ থকে তৈরি পোশাক বিষয়ে দশজনকে সেলাই মেশিন ও গবাদিপশু পালন বিষয়ে দশজনকে ভেটেরিনারি উপকরণ পুরষ্কার হিসেবে দেয়া হয়।

অনুষ্ঠানে গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘দেশের যুবকদের আত্ম-কর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় চার লক্ষ যুবক ও যুব নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে; যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।’

তিনি এ উদ্যোগে এগিয়ে আসার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এম শামসুল আরেফিন বলেন, ‘সরকারের টেকসই উন্নয়ন কর্মসূচীর আলোকে এনসিসি ব্যাংক সব জনগোষ্ঠীকে আর্থিক খাতের 
আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরি ও নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।’

এ প্রশিক্ষণ কর্মশালাটি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তিসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আরো বেশী জ্ঞান আহরণে ভূমিকা 
রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হোসনা আফরোজা লাভজনক কাজে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত ও সৃজনশীলতার মধ্যে দিয়ে আজকের ক্ষুদ্র উদ্যোক্তগণ বড় 
উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন এ আশা প্রকাশ করেন। 

তিনি পরিবেশের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার কমানো এবং জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহারের প্রতি গুরুত্ব 
আরোপ করেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×