গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:০৪ পিএম, ২১ নভেম্বর ২০২৪
ব্যবসায়ীদের সতর্ক করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।’
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সভায় বশিরউদ্দীন আরো বলেন, ‘সরবরাহে কোন কৃত্রিম সংকট তৈরি করলে অথবা অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে উৎপাদন বাড়াতে হবে।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল।