৯০ ও ১৮০ দিন মেয়াদি বিল চালু করল বাংলাদেশ ব্যাংক


November 25/Bangladesh Bank Bill.jpg

দুর্বল ব্যাংকগুলোকে নিজ ভল্ট থেকে টাকা দেয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ টাকা যাতে বাজারে মূল্যস্ফীতি উসকে না দেয়, সে জন্য নতুন করে ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের মাধ্যমের টাকা তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৭ নভেম্বর) প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রচলিত ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের পাশাপাশি ৯০ ও ১৮০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিল প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।ৎ

এ দিকে, মঙ্গলবার (২৬ নভেম্বর) ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে ৪৫২ কোটি টাকা উত্তোলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অংশ নিয়েছে ১১টি ব্যাংক। এতে গড় সুদের হার ছিল ১১ দশমিক দশ।

এর আগে দুর্বল পাঁচটি ব্যাংককে প্রায় ২০ হাজার কোটি টাকা তারল্য-সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে পরিচালিত ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে এ তারল্য-সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলো টাকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংককে প্রায় সাত হাজার কোটি টাকা ধার দেওয়া হয়। তবে, দুর্বল ব্যাংকগুলো অভিযোগ করছে, এ ব্যবস্থায় তারা চাহিদামত টাকা পায়নি। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজের ভল্ট থেকে টাকা ধার দেওয়া শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘এক দিকে বাজার থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। অন্য দিকে, দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়া হচ্ছে। ফলে, বাজারে অতিরিক্ত টাকা সরবরাহের ঝুঁকি রোধ করা যাচ্ছে। বাজার থেকে টাকা না তুলে শুধু ধার দিলে তা মূল্যস্ফীতি উসকে দেয়ার কারণ হিসেবে চিহ্নিত হতে পারে। এ জন্য সতর্কতার সাথে এ প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×