ভারতের সাথে টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না


30 November/Salahuddin Ahmed Finance Adviser.jpg
সালেহউদ্দিন আহমেদ

‘ভারতের সাথে বর্তমান সম্পর্কের যে টানাপোড়েন, রাজনৈতিক, বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে না।’

Your Image

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।

বাংলাদেশে ভারতীয় পণ্য পাঠানো বন্ধ করে দেওয়া হবে- এমন হুমকি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য রাজনৈতিক, এই বক্তব্যের প্রভাব বাণিজ্যের ওপর পড়বে না। ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলো ঠিকভাবে ও সময়মত আসবে।’ 

তিনি আরো বলেন, ‘চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেক্ষেত্রে ভারত, মিয়ানমার,  থাইল্যান্ডের বিষয়ে আলোচনা হয়েছে। যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে, সেখান থেকেই চাল আমদানি করা হবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রমজানকে সামনে রেখে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দাম কমানোর জন্য। আসছে রমজানে তাই পণ্যের দাম বাড়বে না। রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে, কমানো হচ্ছে এসব পণ্যের ভ্যাট। এই প্রভাব জিনিসপত্রের দামের উপর পড়বে।’

অর্থ উপদেষ্টা দাবি করেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×