বিএফআইইউর প্রধান পদে মৌখিক পরীক্ষার ডাক পেলেন দশজন


December 2024/BFIU.webp

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানের শূন্য পদে নিয়োগের জন্য দশজন সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে নয়জন বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান নির্বাহী পরিচালক। এছাড়া, আরেকজন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সিআরও। আগামী ১১ ও ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে তাদের মৌখিক পরীক্ষা হবে।

Your Image

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যারা পদত্যাগে বাধ্য হন, তাদের একজন ছিলেন বিএফআইইউর প্রধান। বিএফআইইউর শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহীদের থেকে আবেদন চেয়ে গত ৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে ২৯টি আবেদন জমা পড়ে। 

বিজ্ঞপ্তিতে সরকারের অর্থ বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ প্রশাসনিক কাজে ২০ বছরের অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়। সে অনুযায়ী, প্রাথমিকভাবে যোগ্য হিসেবে ২০ জনের একটি তালিকা করা হয়। তালিকা আরও সংক্ষিপ্ত করে দশজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে। 

প্রাথমিকভাবে যোগ্যদের তালিকায় আশিকুর রহমানের নাম না থাকলেও তাকে ভাইভাতে ডাকায় বাংলাদেশ ব্যাংকের ভেতরে বিভিন্ন প্রশ্ন উঠেছে। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান নির্বাহী পরিচালকদের মধ্যে ডাক পেয়েছেন মো. নূরুল আমিন, একেএম এহসান, সাইফুল ইসলাম খান, কাজী আকতারুল ইসলাম, এএফএম শাহিনুল ইসলাম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, এবিএম জহুরুল হুদা ও মামুন হোসেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×