ইসলামী ব্যাংক বাংলাদেশের মধুবাগ উপশাখা উদ্বোধন

  • আনুপ রয়
  • প্রকাশঃ ০৬:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

December 2024/Islami Bank Branch.jpg

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মৌচাক শাখার অধীন মধুবাগ উপশাখা উদ্বোধন করা হয়েছে।

Your Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মধুবাগে এ উপশাখা উদ্বোধন করা হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল এ উপশাখার উদ্বোধন করেন। 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা সাদিকুর রহমান আযহারী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান মো. আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মধুবাগ উপশাখার ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির। 

অনুষ্ঠানে গ্রাহক ও অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মো. আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মো. ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। 

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে দুই কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব চালাচ্ছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড চালানোর মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সব সেবা উপশাখাগুলোতেও দেয়া হয়।’

তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×