রিহ্যাব ফেয়ার-২০২৪ পর্দা নামছে শুক্রবার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৫৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

রিহ্যাব ফেয়ার-২০২৪’-এর পর্দা নামছে শুক্রবার (২৭ ডিসেম্বর)। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ের বিআইসিসিতে পাঁচ দিনব্যাপী এবারের মেলা শুরু হয়। মেলায় চার দিন ব্যাপক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম হয়। কাল শুক্রবার মেলা শেষ হবে রাত নয়টায়। মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলায় অংশ নিয়েছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাসের প্রতিষ্ঠান আক্তার প্রপাটির্জ লিমিটেড।
তিনি বলেন, ‘মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। মেট্রোরেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁছেন কেউ কেউ।’
ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফের প্রতিষ্ঠান ব্যাসিক বিল্ডার্স লিমিটেড। ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছেন তিনি।
রিহ্যাবের এ নেতা জানান, স্বল্প এবং মধ্য ও উচ্চবিত্ত সবার জন্য ফ্ল্যাট রয়েছে তাদের বিভিন্ন প্রকল্পে।
মেলায় অংশ নিয়েছে রিয়েল এস্টেট খাতের প্রতিষ্ঠান হক হোম এ্যান্ড বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক ইমদাদুল হক বলেন, ‘বিগত সময়ের তুলনায় ভাল সাড়া পেয়েছি। আশা করছি, কাল আরো ভাল সাড়া পাব। কারণ, কাল শেষ ও ছুটির দিন। বিশেষ করে আমাদের হক রেডিমিক্স এই মেলায় ব্যাপক সাড়া পেয়েছে। সব কিছু মিলে আমি বলব, এই মেলা সফল এবং আমাদের সংকট কাটাতে সহায়তা করবে।’
এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন মিন্টু বলেন, ‘কাল শুক্রবার ও মেলার শেষ দিন অনেক ক্রেতা দর্শনার্থী আসবে এবং তারা তাদের কাংখিত ফ্ল্যাটটি খুঁজে নিতে পারবে। আমরাও মেলা উপলক্ষে আমাদের প্রকল্পের বিভিন্ন ফ্ল্যাট বিশাল ডিস্কাউন্টে তাদের কাছে বিক্রি করতে পারব বলে আশাবাদী।’
মেলায় শুধু রিয়েল এসেট প্রতিষ্ঠানই অংশগ্রহণ করেনি, ফ্ল্যাট বেচাকেনার জন্য অংশগ্রহণ করেছে রিয়েলটস নামে একটি প্রতিষ্ঠান। নতুন পুরাতন সব ধরনের ফ্ল্যাট, ল্যান্ড ও বাণিজ্যিক স্পেস বিক্রি করছে তারা।
১২০ নম্বর স্টলে অংশ নিয়েছে এ্যামবিট বিল্ডার্স লিমিটেড। কোম্পানির ডিএমডি ও রিহ্যাবের পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, ‘মেলায় তারা ভাল লিড পেয়েছেন।’
মেলা কমিটির কো চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক মিরাজ মোক্তাদির মেলায় বেশ কিছু প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছেন।
তিনি জানান, হেরিটেজ লিমিটেডের মাধ্যমে তিনি চেষ্টা করছেন নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে।