ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (চট্টগ্রাম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম সিটির আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঝিনুক হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো আব্দুল মতিন, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এএসএইচ হেলাল উদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের ৩৮টি শাখার ব্যবস্থাপক ও অপারেশন্স ম্যানেজার ও চট্টগ্রাম অঞ্চলের নয়টি উপশাখার ব্যবস্থাপক অংশ নেন।
সম্মেলনে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক একটি অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্যাংকটি গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।’
শাখা ব্যবস্থাপকদের প্রতি তিনি খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন ও গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পাশাপাশি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রে উদ্যম দেখানোর ওপর আবদুল আউয়াল মিন্টু জোর দেন। তার মতে, গ্রাহক আস্থা ও সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।
মো. তৌহিদুল আলম খান চট্টগ্রাম অঞ্চলের বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য আইনগত ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।