ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


December 2024/National Chatto.jpg

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (চট্টগ্রাম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম সিটির আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঝিনুক হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো আব্দুল মতিন, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এএসএইচ হেলাল উদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের ৩৮টি শাখার ব্যবস্থাপক ও অপারেশন্স ম্যানেজার ও চট্টগ্রাম অঞ্চলের নয়টি উপশাখার ব্যবস্থাপক অংশ নেন।
 
সম্মেলনে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক একটি অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্যাংকটি গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।’ 

শাখা ব্যবস্থাপকদের প্রতি তিনি খেলাপী ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন ও গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

পাশাপাশি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রে উদ্যম দেখানোর ওপর আবদুল আউয়াল মিন্টু জোর দেন। তার মতে, গ্রাহক আস্থা ও সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।
 
মো. তৌহিদুল আলম খান চট্টগ্রাম অঞ্চলের বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য আইনগত ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×