এনসিসি ব্যাংকের কালীগঞ্জ শাখার উদ্বোধন


December 2024/NCC Khaligonj.jpg

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংকের ১২৯তম শাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ শাখাটির কার্যক্রম 
উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ব্যবসায়ী মো. মইনুল হাসান, সাবেক মেয়র লুতফুর 
রহমান উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে আধুনিক ব্যাংকিং ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংক ব্যবসায়-বাণিজ্যে সমৃদ্ধ এবং কৃষিখাতকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য গাজীপুরের কালীগঞ্জে শাখা উদ্বোধন করেছে।’
 
তিনি এলাকার সকলকে বিশেষ করে তাঁত, ক্ষুদ্র ও কুটির শিল্প, কৃষিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবাহ গ্রহণের আহ্বান জানান।

খায়রুল আলম চাকলাদার বলেন, ‘এনসিসি ব্যাংক শুধু মুনাফার জন্যই ব্যবসায় করে না বরং বিভিন্ন অঞ্চলের ব্যবসায়-বাণিজ্য ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই কারণে সিএসআরের পাশাপাশি রিটেইল এবং এসএমই, ইসলামিক ব্যাংকিং, নারী ব্যাংকিং ও সাসটেইনেবল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার গ্রাহকদের তাদের চাহিদা মোতাবেক সেবা দিয়ে আসছে।’

এ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ কালীগঞ্জ শাখার মাধ্যমে উপকৃত হবেন বলে তিন আশা প্রকাশ করেন।

এম শামসুল আরেফিন বলেন, ‘বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অগ্রাধিকার দিয়ে আসছে। ভারী শিল্প, গার্মেন্টস, বিদ্যুৎ ও অবকাঠমো নির্মাণ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে এনসিসি ব্যাংকের অবদান রয়েছে।’

এসএমই, কৃষি ও আমদানী-রপ্তানী বাণিজ্যসহ সব শ্রেণীর ব্যবসায়ী ও পেশাজীবী এ শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×