আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও র‌্যাডিসন ব্লু ঢাকার মধ্যে চুক্তি সই


December 2024/Al Arafah Radi Dh.jpg

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি এবং দেশের শীর্ষ স্থানীয় পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান (বোগো) চুক্তি সই হয়েছে। 

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও হোটেলের সেলস এন্ড মার্কেটিং পরিচালক মো. নজরুল ইসলাম চুক্তিতে সই করেন।
 
অনুষ্ঠানে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আরিফ হাসান, হোটেলের ফিন্যান্স ডিরেক্টর মো. শফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুসারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ডহোল্ডাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×