খুলনায় এনসিসি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

খুলনায় এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মনিরুল আলমের সভাপতিত্বে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময়, এনসিসি ব্যাংকের দক্ষিণ অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, যশোর শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, খুলনা শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ এবং কেডিএ এভিনিউ উপশাখার ইনচার্জ শামসুন নাহারসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা খুলনার কেডিএ এভিনিউতে এনসিসি ব্যাংকের উপশাখা উদ্বোধনের কার্যক্রমকে স্বাগত জানান। শাখাটি অত্র এলাকার গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এই উপশাখা হতে এনসিসি ব্যাংকের সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মনিরুল আলম বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে এর শাখা ও উপ-শাখার বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় শিল্প, বন্দর ও সুন্দরবনকে কেন্দ্র করেই গড়ে ওঠা খুলনার নগর উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিতেই কেডিএ এভিনিউতে উপশাখার কার্যক্রম শুরু করেছে। অত্র এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং এসএমই ও রিটেইল ব্যবসা এবং রেমিট্যান্স এর ক্ষেত্রে এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখাটি প্রত্যাশিত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্বাবদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এসকে. শাহরিয়ার রহমান, এনসিসি ব্যাংকের কেডিএ এভিনিউ উপশাখা খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের এনসিসি ব্যাংকের এই উপশাখায় ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।