আবদুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত


December 2024/Abdul Alim Standard.jpg
একেএম আব্দুল আলীম

একেএম আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়। তিনি ব্যাংকের অডিট কমিটির সদস্য ও শরি‘আহ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক।

ব্যবসায়ী পরিবারের সন্তান, তরুণ উদ্যোক্তা আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুল আজিজের একমাত্র পুত্র। 

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক ব্যাবসায়ে দক্ষ, বৈশ্বিক অর্থনীতি বিষয়ে বিশেষ উৎসাহী আব্দুল আলীম স্কুল স্কলাস্টিকা থেকে ‘ও’ এবং ’এ’ লেভেল পাশ করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও পরবর্তী যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।
 
বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএর 
পরিচালক, ম্যাস কর্পোরেশনের প্রোপ্রাইটর, মিডল্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক এবং গ্লোবাল লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। 

সমাজসেবী আব্দুল আলীম গুলশান সোসাইটির আজীবন সদস্য, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদস্য, গুলশান নর্থ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য।

তিনি ভ্রমণ ও কাজের প্রয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও নেপালসহ বহু দেশে ভ্রমণ করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×