বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ তৈরির কারাখানা স্থাপন করবে ইপিএল


December 2024/EPL.jpg

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের সাথে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে যার; ফলে ৬১০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (১ জানুয়ারি) বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী মনোয়ার হোসেন চুক্তিতে সই করেন।
 
প্রতিষ্ঠানটি ফোম, কার্টন, পলি ও গাম টেপসহ বিভিন্ন ধরনের এক্সেসরিজ পণ্য তৈরি করবে। এছাড়া, তাদের ফোম ও ফ্রেব্রিক ল্যামিনেশন, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির সক্ষমতাও রয়েছে। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ইপিএল এক্সেসরিজকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আনম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম. আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×