বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হল প্রাইম লিফ প্রসেসিং


December 2024/Prime.jpg

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) বিনিয়োগের ধারা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে লিজ চুক্তি সই করেছে প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেড। এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরো দৃঢ় করবে।

সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রাইম লিফ প্রসেসিং বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে তামাক প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও প্রাইম লিফ প্রসেসিংয়ের চেয়ারম্যান ম্যাং লি বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম লিফ প্রসেসিং বছরে ৩৬ হাজার টন তামাক পাতা প্রক্রিয়াজাত করবে যেখানে ১০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই নতুন উদ্যোগটি শিল্পের বৈচিত্র্যায়ন ও বিনিয়োগকারীদের আদর্শ ব্যবসায়িক পরিবেশ প্রদানের ক্ষেত্রে বেপজার অব্যাহত প্রচেষ্টার প্রমাণ বহন করে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রাইম লিফ প্রসেসিং-কে ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সহায়তা প্রদান, ব্যবসায় পরিচালনায় অনুকূল পরিবেশ নিশ্চিতে বেপজার প্রতিশ্রুতির উপর জোর দেন। 

আবুল কালাম বলেন, ‘ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগকারীকে বেপজায় বিনিয়োগের সুযোগ করে দিতে পারায় বেপজা গর্বিত। বেপজা অর্থনৈতিক অঞ্চলের সাফল্যে প্রাইম লিফ প্রসেসিংয়ের অবদান দেখতে আমরা আগ্রহী। বাংলাদেশের পর্যাপ্ত সুযোগ অনুসন্ধানে আমরা বৈশ্বিক বিনিয়োগকারীগণকে আহ্বান জানাচ্ছি।’

ম্যাং লি বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপনের সুযোগ প্রদানের জন্য বেপজাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে আমাদের কারখানার উৎপাদন শুরু করতে আগ্রহী।’

স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে তাদের বিনিয়োগের একটি ইতিবাচক প্রভাব থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইম লিফ প্রসেসিংসহ মোট ৪০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি সই করল; যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯২৬ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×