পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ব্যাংকাসুরেন্স সেবা শুরু


Jan 2025/Bankassu.jpg

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাংকাসুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।
 
বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের স্পন্সর পরিচালক জিয়াদ রহমান, আদিবা রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ও কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী।

নতুন এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখাগুলো থেকে গ্রাহকরা এখন জীবন বীমা সুবিধা নিতে পারবেন, যা তাদের আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। এ উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে; যা দুই প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের সফল পথচলাকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে মনজুরুর রহমান বলেন, ‘এই ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুরক্ষিত করবে এবং তাদের আর্থিক সুরক্ষার একটি নতুন মাত্রা দেবে। পূবালী ব্যাংক সব সময় গ্রাহকদের সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘ডেল্টা লাইফ ইনসিওরেন্স ও পূবালী ব্যাংকের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের জীবনকে আরও সহজ ও সুরক্ষিত করবে। আমরা বিশ্বাস করি, এই সেবা আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।’

একে আজাদ বলেন, ‘ব্যাংকাসুরেন্স হল একটি সময়োপযোগী উদ্যোগ। এই সেবা আমাদের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

মোহাম্মদ আলী বলেন, ‘ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি শুধু আমাদের আর্থিক সেবার পরিসরকেই বিস্তৃৃত করবে না, বরং গ্রাহকদের জীবন বীমা সুবিধা আরও সহজলভ্য করে তুলবে। আমরা এই উদ্যোগকে বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় বলে মনে করি। এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইনসিওরেন্স উভয়ই গ্রাহক সেবার মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×