কাকরাইলে উদ্বোধন হচ্ছে ‘গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস’


Jan 2025/Hotel Grand.jpg

পর্যটকদের নিরাপদ ও আন্তর্জাতিক মানের আবাসন নিশ্চিত করতে ঢাকায় আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ‘গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস’ উদ্বোধন করা হবে। পাঁচ তারকা মানেইর এই হোটেলটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির কাকরাইলে অবস্থিত হোটেলটির বলরুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এসএ গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ।
  
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই হোটেলের মালিক দেশের জনগণ, আমরা হলাম উদ্যোগক্তা। আশা করি, হোটেলের সার্বিক সহযোগীতা পর্যটকদের হাত ধরেই আসবে। ৫ আগস্টের পর ব্যবসায়ীরা অনেকটাই কোনঠাসা হয়ে ছিল। যে কারণে প্রথমেই কৃতজ্ঞতা জানাই জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের। এই আন্দোলনের যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের জন্য দোয়া কামনা করছি। আহত ব্যাক্তিদের সহযোগীতার বিষয়ে আমাদের আলাদা পরিকল্পনাও রয়েছে।’

এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ব্যবসায়ী হিসেবে বর্তমান সরকারের কাছে আমার একটাই চাওয়া, ব্যবসায়ের জন্য একটি সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা। বিগত সরকার উন্নয়নের যে বুলি দিয়ে আসছে, আসলে প্রকৃত অর্থে কোন উন্নয়ন হয়নি। যতটুকু হয়েছে এর চেয়ে বেশি লুটপাট করেছে তারা।’

এই সরকারকে জনগনের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। 

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত দেখার মত কোন কাজ করতে পারেনি। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের পাশাপাশি আমরা বেসরকারি খাতের সবাই মিলে সহযোগীতা করতে প্রস্তুত রয়েছি।’
 
সংবাদ সম্মেলনে তিনি জানান, যোগ্য ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এর আগেও রংপুর ও সিলেটে বিশ্বমানের হোটেল নির্মাণ করা হয়। এবার ঢাকায় হোটেল গ্রান্ড প্যালেস চালু করা হল। যেখানে থাকবে অত্যাধুনিক স্থাপত্য নকশা, আন্তর্জাতিকমানের আভ্যন্তরীণ সাজসজ্জা, সুললিত সংগীত ব্যবস্থা, সুপরিসর হোটেল রুম, উন্নত মানের আন্তর্জাতিক ও দেশীয় খাবার, দৃষ্টিনন্দন সুইমিংপুল, হেলথক্লাব ও কনফারেন্স সুবিধা।
 
‘এক কথায় বলা যেতে পারে দেশী-বিদেশী সব পর্যটকের জন্য সব ধরনের সুবিধা সম্বলিত এই হোটেল।’

‘গ্র্যান্ড প্যালেস’ দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে ব্যাপক ভূমিকা পালনের পাশাপাশি এই শিল্পে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করবে এবং ঢাকাবাসী তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে এক নতুন পূর্ণাঙ্গ ফাইভস্টার সুবিধা ভোগ করার সুযোগ পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×