বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক


Jan 2025/Bashir Gas arms.jpg

বাংলাদেশের কাছে তুরস্ক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘তবে অস্ত্র বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট কোন আলোচনা হয়নি।’

তিনি আরো বলেন, ‘দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি ও খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী। তারা বিভিন্ন ক্ষেত্রে এ দেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।’

এ সময় টিসিবির কার্ড নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেককে দেওয়া হত। সেটি বাদ দিয়ে এখন ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×