পূবালী ব্যাংকের সাথে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের চুক্তি সই


Jan 2025/Pubali DHL.jpg

পূবালী ব্যাংক পিএলসি এবং লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ গো-গ্রীন প্লাস শীর্ষক একটি চুক্তি সই করেছে। 

সম্প্রতি এ চুক্তি সই হয়।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক চুক্তিতে সই করেন। 

এ সময় পবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির লক্ষ্য হল শিপিং সেবায় কার্বন নিঃসরণ কমানো।
 
কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে পূবালী ব্যাংকের নেটজিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো-গ্রীন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×