দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু রকমারির


Jan 2025/Rokomari.jpg

অনলাইন বই বিক্রির ফ্ল্যাটফর্ম রকমারি.কম শুরু করেছে দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’। এখন গ্রাহকরা ঘরে বসেই মেলার অফার, সেরা পণ্য ও আকর্ষণীয় ডিল উপভোগ করতে পারবেন। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (১১ জানুয়ারি) রকমারি.কমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনলাইন ট্রেড ফেয়ারে এক লাখেরও বেশি দেশি-বিদেশি পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। মেলায় থাকছে ১০০টিরও বেশি বান্ডেল ডিল, ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার ও নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, ফ্যাশন ও বইসহ বিভিন্ন বিভাগে আকর্ষণীয় অফার রয়েছে। এছাড়া, প্রতিদিন রিভিউ দেওয়া গ্রাহকদের জন্য থাকছে ৫০০ টাকার বিশেষ গিফট ভাউচার ও ফ্ল্যাশ সেলের মত চমক।

এ বিষয়ে রকমারি.কমের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আনাম রনি বলেন, ‘দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচনে আমরা সব সময় উদ্ভাবনী উদ্যোগ নিতে চেষ্টা করি। প্রথম বারের মত এই অনলাইন ট্রেড ফেয়ার আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও আধুনিক কেনাকাটার সুযোগ তৈরি করেছি।’

‘আমাদের মেলায় ছয় শতাধিক ব্র্যান্ড রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও নেই। সেই হিসাবে দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা আমরাই করছি। আমি বিশ্বাস করি, রকমারি ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য দেশের মানুষের কেনাকাটার অভ্যাসে অথেনটিক পণ্যর সুযোগ নিশ্চিত করা এবং তার জন্য আমরা কাজ করে চলেছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×