‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক


Jan 2025/National Top.jpg

২০২৪ সালে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখার জন্য সেন্টার ফর এনআরবির পক্ষ থেকে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেয়েছে ন্যাশনাল ব্যাংক। 

শনিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বছরব্যাপী ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই পুরস্কার হস্তান্তর করেন। 

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। 

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী ও গণ্যমান্য দেশি ও বিদেশি অতিথি এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×