স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৫’ অনুষ্ঠিত


Jan 2025/Standard risk.jpg

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১১ জানুয়ারি) ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান। 

সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, নীতিমালা ও এর প্রায়োগিক বিষয়গুলোর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

সম্মেলনে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিপি ও ঝুকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মদ সালাহ উদ্দিন। 

ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×