সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা


Jan 2025/Younos election.jpeg
মুহাম্মদ ইউনূস

চার দিনের সরকারি সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
 
ডেপুটি প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা এ সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সাথে। এছাড়াও মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার।’

বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে আলাদাভাবে, ব্যবসায়ীসহ অনেক গুরত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে থাকবেন- এ কথা জানিয়ে আবুল কালাম বলেন, ‘এ ডায়ালগ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আয়োজনে বিভিন্ন কোম্পানির সিইও থাকবেন সেখানে।’
  
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার আশা করছে, বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহ পাবে। আর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার।’

 বিনিয়োগ সহজীকরণ ও সরকারের অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে বলেও জানান তিনি।
 
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সোমবার রাত ১টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহন করা বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। চার দিনের সফর শেষে দেশে ফিরবেন আগামী ২৫ জানুয়ারি তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×