পূবালী ব্যাংক ও ইফাদ মোটরসের মধ্যে চুক্তি


November 16/image-377532.jpg

পূবালী ব্যাংক পিএলসি এবং ইফাদ মোটরস্ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইফাদ মোটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ।


এসময় পূবালী ব্যাংক পিএলসির হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল; হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খান এবং ইফাদ অটোস লিমিটেডের সিএফও সোহাদেব কে দাস এফসিএ, এসিএস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইফাদ মোটরের নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলি থেকে রয়্যাল এনফিল্ড মোটর বাইক কেনার ক্ষেত্রে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×