চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের সেবা আরো বাড়ানোর আহ্বান বিজিএমইএর


Jan 2025/BGMEA Custom.jpg

চট্টগ্রাম কাস্টমস্ বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ’র নেতৃবৃন্দ।

বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডিএম. মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম, প্রাক্তন পরিচালক এএম মাহাবুব চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, এএম শফিউল করিম খোকন।

সাক্ষাৎকালে এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির প্রাণ হিসেবে খ্যাত রপ্তানিকারক তৈরী পোশাক শিল্প আজ ইতিহাসের কঠিন সংকটে। বিগত সরকারের সম্পদ ও অর্থ লুটপাটের জেরে অর্থনৈতিক পরিস্থিতি বেসামাল। টানা মূল্যস্ফীতির চাপ, ডলার সংকট, ব্যাংকিংসহ নানামুখী সমস্যায় মুখ থুবড়ে পড়েছে প্রাণের এই রপ্তানিকারক তৈরী পোশাক শিল্প। বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যে শিল্প গড়ে উঠে ছিল, তা আজ টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ। 

তিনি আরো বলেন, ‘গত ৫ বছরে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। পক্ষান্তরে, বিদেশী ক্রেতা পোশাকের দাম ১ সেন্টও বৃদ্ধি করে নাই। নতুন করে আবার শ্রমিকদের ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধিতে আমাদেরকে কঠিন সংকটে ফেলে দিয়েছে। এ অবস্থায় দেশের সব মানুষের সাথে সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। কঠিন এই সময়ে সরকারী বিভিন্ন আইনগত সামষ্ঠিক বিষয় গুলির সহজীকরণ ছাড়া এশিল্প টিকিয়ে রাখা যাবে না।’

মোহাম্মদ শফি উদ্দিন বলেন, ‘জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ঠ রয়েছে।’

পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক দ্রুততার সহিত কার্যক্রম সম্পাদন করা হবে বলে তিনি আশ্বাস দেন। 

বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোন উদ্ধুত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা দেয়া হবে মর্মেও মোহাম্মদ শফি উদ্দিন বিজিএমইএন নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×