বাংলাবান্ধা স্থলবন্দরে নেই কর্মচাঞ্চল্য, বেকার অনেক শ্রমিক


Jan 2025/Banglabanda.jpg

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাথর আমদানি বন্ধ থাকায় দেখা দিয়েছে স্থবিরতা। নেই চিরচেনা কোলাহল; বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। বিপাকে আছেন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক। রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

চিরচেনা হাঁকডাক, হৈচৈ, ট্রাকের হর্ন কিছুই নেই। বন্দর চত্বর জুড়ে নীরবতা। যেন এক ভুতুড়ে পরিবেশ। গত দুই মাস ধরে ভারত ও জানুয়ারিতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা বন্দরে নেই আগের কর্মযজ্ঞ।
 
২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে এই স্থলবন্দর দিয়ে ৩৩ হাজার ৪১১টি পণ্যবাহী ট্রাকে পাথরসহ ৯ লাখ ১১ হাজার ৬৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে, ভারতের ফুলবাড়ী বন্দরে চলছে ট্রাক চালকদের আন্দোলন। এতে ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ।
 
অন্যদিকে, বাড়তি ট্রাকভাড়া ও পাথরের মান কমে যাওয়ায়, নভেম্বর থেকে ভারতের পাথর আমদানি বন্ধ। যদিও রোববার (১৯ জানুয়ারি) থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে। এমন পরিস্থিতিতে বন্দরে নেই আগের কর্মচাঞ্চল্য। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। তারা বলেন, ‘কাজ না থাকায় আয়ও নেই। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
 
কর্তৃপক্ষ বলছে, ‘বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি হচ্ছে না। এতে কমেছে রাজস্ব আয়।’

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি কম হওয়ায় রাজস্ব আয় কমে গেছে।’
 
স্থলবন্দরটিতে দিয়ে ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি-রফতানির সুবিধা আছে। পাথরের ছাড়াও আমদানি হয় চাল, ডালের মত নিত্যপণ্য।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×