পূবালী ব্যাংক সিকিউরিটিজের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথ উদ্বোধন
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২১ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসিরর নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জ শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর নতুন ঠিকানায় দ্বারোদঘাটন এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান, বাংলাদেশ ইয়ার্ন
মার্চেন্ট এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান।
বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আহছান উল্যা,
ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।
অনুষ্ঠানের সভাপত্বিত করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।