নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে আট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাবের চুক্তি


Jan 2025/Rehab.jpg

নির্মাণ খাতে নতুন করে আরো ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে ৮টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এর আগে ৩ দফায় রিহ্যাব ২১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে । যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকুরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস এ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব। 

বুধবার (২৯ জানুয়ারি) জানুয়ারি দুপুরে রিহ্যাবের কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা চুক্তি হয়। 

চুক্তিতে সই করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, এসআইসিআইপি-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির (আরটিআই) চেয়ারম্যান রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, কো চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মো. শোয়েব উদ্দিন, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাবের পরিচালক এফএম উবায়দুল্লাহ, সুরুজ সরদার, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ এবং প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা সই করেন। আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। একই সঙ্গে কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সাড়ে ১৩ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়ে থাকে। 

প্ল্যাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশন্যারী ও স্টিল বাইন্ডিং, টাইলস এ্যান্ড মার্বেল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স- এই ৪টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×