ডিএসইর ‘অ্যাডভান্সড টেকনিক্যাল এনালাইসিস উইথ প্রাকটিকেল এনালিটিক্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪৭ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

‘শেয়ারবাজারে বিনিয়োগ করতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল নিজেদের বিশ্লেষণ ক্ষমতা। পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এনালাইসিসের মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা। প্রাইস মূভমেন্ট ও ভলিউম অব ট্রেডসহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে টেকনিক্যাল এনালাইসিস করা হয়। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য শুধু ফান্ডামেন্টাল এনালাইসিসই যথেষ্ট নয়, এর পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিসও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত। টেকনিক্যাল এনালাইসিস একটি সিগন্যাল দেয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।’
ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী (১২-২৮ জানুয়ারি) ‘অ্যাডভান্সড টেকনিক্যাল এনালাইসিস উইথ প্রাকটিকেল এনালিটিক্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সনদ বিতরণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মো. কামরুজ্জামান এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোস পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর।
অনুষ্ঠানে মো. কামরুজ্জামান আবও বলেন, ‘আপনারা হয়তো টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারণা রয়েছে। কিন্তু এটি কিভাবে প্রয়োগ করতে হয় তা এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনারা জানতে পারলেন।’
কর্মশালায় এডভান্স টেকনিক্যাল এনালাইসিস, ট্রেডিং স্ট্র্যাটেজিস, ডিজাইনিং ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সিস্টেম ব্যাক টেস্টিং ও ট্রেডিং টেস্টিং অপটিমাইজেশনের উপর প্রশিক্ষণ দেন শামনুন বিন জাফর।