আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিসিআই ডিএসএস সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন


Jan 2025/Al Arafa Award.jpg

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেসের সভাপতি সুরেশ দাদলানি।

অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল-মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এসএম আবু জাফরসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পেমেন্ট কার্ড নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণের স্বীকৃতিস্বরুপ দেয়া হয় এই সার্টিফিকেট। পেমেন্ট কার্ড ব্যবসায় কার্যক্রমের কার্যকর, দক্ষ, দৃঢ় ও গোপনীয়তা নিশ্চিত করতে পিসিআই এসএসসি নির্ধারিত বাধ্যতামূলক শর্তগুলো সফলভাবে প্রয়োগের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই সার্টিফিকেট পেয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×