সোনালী ব্যাংক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষণ কল্যাণ ট্রাস্টের চুক্তি সই


Jan 2025/Online fee.jpg

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে চুক্তিটি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবুতাহের মো. মাসুদ রানা ও সোনালী ব্যাংকের পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। 

সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মো. আবদুল হাকিম চুক্তিতে সই করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×