স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে কম্বল বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
 25/strandrad.jpg)
চট্টগ্রামের বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম এবং ওয়ার্ডের এক হাজার গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রয়ারি) উপজেলার গুনাগরী কজিম চৌধুরী ভবনের সামনে এই কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী।
ভিপি ও স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার শাখাপ্রধান শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, সদস্য মাহবুব উর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী ও তানভীর মোস্তফা চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইনতিশার মোস্তফা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী বলেন, `গ্রামীণ জনপদের অর্থশালী মানুষ ও বিভিন্ন প্রতিষ্টান এগিয়ে আসলে শীতার্ত গরীব মানুষ আর শীতে কষ্ট পায় না। তিনি আরো বলেন, ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতেও এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমি স্ট্যান্ডার্ড ব্যাংক শিএলসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের এসএভিপি ও জুবলী রোড শাখার ও শাখাপ্রধান নুর মোহাম্মদ রাহাত হোসেন, এসএভিপি ও বহদ্দারহাট শাখার শাখাপ্রধান মোহাম্মদ শহিদ উল্লাহ, গুনাগরী শাখার শাখাপ্রধান অলক তালুকদার, পাঁচলাইশ শাখার শাখাপ্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালু, অর্থ সম্পাদক দিদার হোসাইন, ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী (জুয়েল), মোহাম্মাদ মহিউদ্দীন, আব্দুল আলীম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।