বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (এইচআরডি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে (আইডি-১৭০০০৮৩৩) বাংলাদেশ
ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে।’
এ ছাড়া আরিফ হোসেন খানকে সহযোগিতা করার জন্য ইতোপূর্বে মনোনীত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক (এক্স-ক্যাডার-পাবলিকেশন্স) সাঈদা খানমকে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আরিফ হোসেন খান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। আরিফ হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেণীতে অনার্স ও থিসিস গ্রুপ প্রথম শ্রেণীতে প্রথম মাস্টার্সে সম্পন্ন করেন। তিনি নিউপোর্ট বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাস থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নে এমবিএ ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে আরিফ হোসেন খান জার্মানি, বেলারুশ, পোল্যান্ড, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ অনেক দেশ ভ্রমণ করেন।