পাকিস্তানি চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজ


March25 Naeem/paak-rice.webp

সরকারিভাবে পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে পাকিস্তান থেকে আসা ‘এমভি সিবি’ নামক জাহাজটি ভেড়ে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্শী চাকমা বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি সিবি’ বিকালে বন্দরে ভিড়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে ‘জিটুজি’ ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি।

আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।

জ্ঞানপ্রিয় চাকমা বলেন, জাহাজটি থেকে চালের নমুনা পরীক্ষার পর দ্রুতই খালাস শুরু করা হবে।

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×