খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা


MARCH NAEEM 2ND/economy_20250318_140339574.jpg

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, বরং তা ঘুরে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, তবে এখন তা অনেকটা টেনে তোলা হয়েছে এবং এখন দেশে অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক। তিনি বলেন, ‘বাংলাদেশের দিকে এখন অনেক দেশ তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও পরিস্থিতি ভালো।’

এছাড়া, অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, সরকার ২০২৬ সালে এলডিসি (Least Developed Countries) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই উত্তরণ একটি গৌরবময় পদক্ষেপ হবে এবং এটি অনুন্নত দেশগুলোর জন্য প্রেরণাদায়ী হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পণ্য খালাসের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, তবে এখন তা সমাধান করা হয়েছে। তিনি আরও জানান, ব্যবসায়ীরা বিভিন্ন সময় নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করেন, তবে সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×