আইএফআইসি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, ৪ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:২০ পিএম, ১৯ মার্চ ২০২৫

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ মার্চ) দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া আইএফআইসি ব্যাংকের কর্মকর্তারা হলেন ডিএমডি শাহ্ মো. মঈন উদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসীম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ‘২০২৩ সালের ডিসেম্বরে এক বছর বয়সী পাঁচ কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় ২ হাজার ৩৭৫ কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট। এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা।’
এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাইটস্টার বিজনেস লিমিটেড, অ্যালট্রন ট্রেডিং লিমিটেড, ফারইস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড ও কসমস কমোডিটিস।